নিউজ ডেস্ক:
দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ এর কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেঙ শুয়াঙ বলেছেন, দক্ষিণ কোরিয়ায় থাড এর কার্যক্রম দ্রুত বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কার্যক্রম বন্ধ না করলে স্বার্থ সমুন্নত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই আমরা গ্রহণ করব।
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে চীন বারবারই আপত্তি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, থাড ব্যবস্থার রাডার চীনের অভ্যন্তরেও কার্যকরী এবং এতে অঞ্চলের সামরিক ভারসাম্য নষ্ট হবে।