নিউজ ডেস্ক:
একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘বাহুবলি ২’। এবার নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। মাত্র দুই দিনে প্রায় ৩০০ কোটি রুপির ব্যবসার পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নর্থ অামেরিকার দেশগুলিতেওক্রমশ জনপ্রিয় হচ্ছে সিনেমাটি।
জানা গেছে, মার্কিন বক্স অফিস কালেকশনে অন্যান্য হলিউড ছবিগুলোর মধ্যে তৃতীয় অবস্থান পেয়েছে এস রাজামৌলির বিখ্যাত সিনেমাটি।
বলিউড অভিনেতাদের এয়ারলিফ্ট, রুস্তম, সুলতান, দঙ্গল… সবাই যা পারেনি, সেটাই করে দেখিয়েছে ‘বাহুবলি ২’। সব্বাইকে টপকে মার্কিন বক্স অফিসেরও শীর্ষে এখন ‘বাহুবলি’। গাল্ফেও সর্বকালের সেরা ওপেনারের রেকর্ড এখন ‘বাহুবলি ২’-এর মাথায়।
মুক্তির প্রথমদিনে একশো কোটি কালেকশন করে তাক লাগিয়েছিল সিনেমাটি। এবার তিনশো কোটির ক্লাবও পার করলো। মাত্র দুদিনে দেশে ছবিটির কালেকশন ২৮৫ কোটি। এ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১০ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে ছবিটি।
৬৫০ কোটি রুপির বেশি অর্থ আয় করেছিল দক্ষিণের এই সিনেমার প্রথম পর্ব। এখন দেখার ব্যাপার হলো, ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ সেই রেকর্ড ভাঙতে পারে কি না। ‘বাহুবলি ২’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, তামান্না ভাটিয়া, রানা দাগুবতি, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজ, আনুশকা শেঠিসহ আরো অনেকে।
সূত্র: জিও নিউজ