শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা

শাকিবের দুঃখপ্রকাশ, অতঃপর কোলাকুলি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ এফডিসির ১৩টি সংগঠনের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন চিত্রনায়ক শাকিব খান। রবিবার সন্ধ্যা ৭টায় এফডিসির পরিচালক সমিতির কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ ক্ষমা চান ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেলেও কোনো পক্ষই মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

এদিন, বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলি করেন শাকিব খান। আর এর মধ্য দিয়ে শাকিব এবং পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির দ্বন্দ্ব নিরসন হল।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন জানান, সন্ধ্যায় শাকিব খান সেখানে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমি যখন গণমাধ্যমের কাছে এ রকম কথা বলেছিলাম, তখন আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না। আমার সেই বক্তব্যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও বলেন, আমি বাংলাদেশের  চলচ্চিত্রের সঙ্গে কাজ করেই শাকিব খান হয়েছি। বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি, সব সময় থাকতে চাই। ’

এর আগে, গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে মন্তব্য করায় শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী  শাকিব খানকে শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত শাকিব খান কিছুদিন আগে সংবাদমাধ্যমে বলেছেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা নির্মিত হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক। তারা বিএফডিসিতে আড্ডাও মারছেন, কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’  এরপর শাকিবের এই বক্তব্যের বিরুদ্ধে পরিচালক সমিতি এই অবস্থান নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

শাকিবের দুঃখপ্রকাশ, অতঃপর কোলাকুলি !

আপডেট সময় : ০১:১৩:২৮ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭

নিউজ ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ এফডিসির ১৩টি সংগঠনের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন চিত্রনায়ক শাকিব খান। রবিবার সন্ধ্যা ৭টায় এফডিসির পরিচালক সমিতির কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ ক্ষমা চান ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেলেও কোনো পক্ষই মিডিয়ার সামনে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

এদিন, বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলি করেন শাকিব খান। আর এর মধ্য দিয়ে শাকিব এবং পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির দ্বন্দ্ব নিরসন হল।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন জানান, সন্ধ্যায় শাকিব খান সেখানে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমি যখন গণমাধ্যমের কাছে এ রকম কথা বলেছিলাম, তখন আমার শারীরিক ও মানসিক অবস্থা ভালো ছিল না। আমার সেই বক্তব্যে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টির জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তিনি আরও বলেন, আমি বাংলাদেশের  চলচ্চিত্রের সঙ্গে কাজ করেই শাকিব খান হয়েছি। বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে আছি, সব সময় থাকতে চাই। ’

এর আগে, গণমাধ্যমে চলচ্চিত্র পরিচালক ও শিল্পীদের নিয়ে মন্তব্য করায় শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী  শাকিব খানকে শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় বলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত শাকিব খান কিছুদিন আগে সংবাদমাধ্যমে বলেছেন, ‘এখন যেহেতু বেশি সিনেমা নির্মিত হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক। তারা বিএফডিসিতে আড্ডাও মারছেন, কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তা-ই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?’  এরপর শাকিবের এই বক্তব্যের বিরুদ্ধে পরিচালক সমিতি এই অবস্থান নেয়।