নিউজ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ত্রিমোহনী গ্রামে একটি বাড়ি ঘিরে চালানো ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযান স্থগিত ঘোষণা করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে সকাল পর্যন্ত অভিযান স্থগিত ঘোষণা করা হয়। তবে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
অভিযান স্থগিতের বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল মান্নান বলেন, ‘সন্ধ্যার দিকে সোয়াট সদস্যরা অপারেশন শুরু করেন। এর পরই বাড়ির ভেতর থেকে চার-পাঁচটি গ্রেনেড চার্জ করা হয়েছে। ধারনা করছি- ভেতরে বিস্ফোরক আছে। রাতে আমরা অভিযানটি স্থগিত করেছি।












































