প্রেমে মজেছেন নার্গিস ফাখরি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল উদয় চোপড়ার সঙ্গে নাকি প্রেম করছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এবার শোনা ‌যাচ্ছে অন্য কথা। উদয় চোপড়া নয়, নার্গিস আসলে নাকি প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে।

শোনা ‌যাচ্ছে তিনি পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে নার্গিস এই মুহুর্তে দুবাইতে আছেন। সেখানেই নাকি ইমরানের সঙ্গে বেশকিছু প্রজেক্টে কাজও করছেন তিনি। এই খবর ছড়িয়েছে ইন্টারনেটে নার্গিস ও পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে একটি ছবি ভাইরাল হয়ে ‌যাওয়ায়।

তবে এখবরটা নাকি সত্যি না। ’মিড-ডে‍’কে দেওয়া একটি সাক্ষাৎকারে নার্গিস পুরো বিষয়টিই অস্বীকার করেছেন। প্রথমটা ইমরানের ছবি দেখে তো নার্গিস ফাখরি তাঁকে চিনতেই পারেননি। পরে তিনি মনে করে বলেন এটা অনেক পুরনো কোন ফটোশ্যুটের ছবি। প্রসঙ্গত নার্গিস ফাখরিও পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল।

প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস তাঁদের দেশে নাকি খুব জনপ্রিয়। আব্বাসকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ‍‘‍এ দিল হ্যায় মুশকিল‍’-ছবিতে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রেমে মজেছেন নার্গিস ফাখরি !

আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ণ, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল উদয় চোপড়ার সঙ্গে নাকি প্রেম করছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এবার শোনা ‌যাচ্ছে অন্য কথা। উদয় চোপড়া নয়, নার্গিস আসলে নাকি প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে।

শোনা ‌যাচ্ছে তিনি পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে নার্গিস এই মুহুর্তে দুবাইতে আছেন। সেখানেই নাকি ইমরানের সঙ্গে বেশকিছু প্রজেক্টে কাজও করছেন তিনি। এই খবর ছড়িয়েছে ইন্টারনেটে নার্গিস ও পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসের সঙ্গে একটি ছবি ভাইরাল হয়ে ‌যাওয়ায়।

তবে এখবরটা নাকি সত্যি না। ’মিড-ডে‍’কে দেওয়া একটি সাক্ষাৎকারে নার্গিস পুরো বিষয়টিই অস্বীকার করেছেন। প্রথমটা ইমরানের ছবি দেখে তো নার্গিস ফাখরি তাঁকে চিনতেই পারেননি। পরে তিনি মনে করে বলেন এটা অনেক পুরনো কোন ফটোশ্যুটের ছবি। প্রসঙ্গত নার্গিস ফাখরিও পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল।

প্রসঙ্গত, পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস তাঁদের দেশে নাকি খুব জনপ্রিয়। আব্বাসকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ‍‘‍এ দিল হ্যায় মুশকিল‍’-ছবিতে।