নিউজ ডেস্ক:
টিউবলাইট’ ছবির টিজার প্রকাশ করে চমক দেখিয়েছেন সালমান খান। এবার ছবির নতুন পোস্টার প্রকাশ করেছেন এ বলিউড অভিনেতা। পোস্টারেও চমক দেখিয়েছেন। টিজারে সাল্লু ভাইয়ের উপস্থিতি ছিল না। কিন্তু পোস্টারে শুধু তিনিই আছেন। তবে ব্যতিক্রম হলে পোস্টারে তার গলায় জুতার মালা রয়েছে।
কেন এই জুতার মালা এখনই তা বোঝা যাচ্ছে না। শ্রদ্ধা জানানোর ভঙ্গিতে সালমানের ডান হাতটি মাথার পাশে ধরা। পোস্টারে একটি লাইন ছুড়ে দেয়া হয়েছে- ‘তোমাদের কী বিশ্বাস আছে?
কবীর খান পরিচালিত এ ছবিটি ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। পোস্টারের নিচের দিকে যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে। ‘টিউবলাইট’ ছবিতে আরও অভিনয় করেছেন চীনা অভিনেত্রী ঝু ঝু ও ওম পুরি। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জুন।