শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

বাহুবলি টু’-তে নতুন চমক !

  • আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটি মুক্তির আর মাত্র ১০ দিন বাকি। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে শোনা যাচ্ছে, বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাতেও দর্শকের জন্য বিশেষ চমক রেখেছেন নির্মাতারা।

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় প্রভাসকে মোট দুইটি চরিত্রে দেখেছেন দর্শক। একটি শিবু/মহেন্দ্র বাহুবলি এবং অন্যটি তার পিতা অমরেন্দ্র বাহুবলি। দুই চরিত্রেই দর্শকের মন জয় করেছেন প্রভাস। এবার শিবুর দাদার চরিত্রেও দেখা যাবে প্রভাসকে। অর্থাৎ বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় মোট তিনটি চরিত্রে প্রভাসকে দেখবেন দর্শক। প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এটি বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে।’

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার দুইটি ভিন্ন লুকের জন্য বেশ কষ্ট করেছেন প্রভাস। শিবু চরিত্রের জন্য ওজন যেমন কমিয়েছেন, অন্যদিকে অমরেন্দ্র বাহুবলি চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রভাসের ট্রেইনার এক সাক্ষাৎকারে বলেন, ‘বাহুবলি চরিত্রটির জন্য প্রভাসকে পেশী বাড়াতে হয়েছিল এবং তার ছেলে শিবুর চরিত্রের জন্য তাকে কিছুটা চিকন হতে হয়েছিল। গত চার বছর তার শরীরের গড়ন কম বেশি করতে হয়েছে এটি খুবই কঠিন ব্যাপার ছিল। প্রভাসের ওজন ১০০ কেজি কিন্তু তার শরীরে চর্বির পরিমাণ মাত্র ৯-১০ শতাংশ।’

এবার দাদার চরিত্রের মাধ্যমে প্রভাস কী চমক দেন সেটি এখন দেখার বিষয়।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটি প্রযোজনা করছে আরকা মিডিয়াওয়ার্কস। ২ ঘণ্টা ৫০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ। আগামী ২৮ এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাহুবলি টু’-তে নতুন চমক !

আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা বাহুবলি-টু বা বাহুবলি-দ্য কনক্লুশন। সিনেমাটি মুক্তির আর মাত্র ১০ দিন বাকি। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। এরই মধ্যে শোনা যাচ্ছে, বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাতেও দর্শকের জন্য বিশেষ চমক রেখেছেন নির্মাতারা।

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমায় প্রভাসকে মোট দুইটি চরিত্রে দেখেছেন দর্শক। একটি শিবু/মহেন্দ্র বাহুবলি এবং অন্যটি তার পিতা অমরেন্দ্র বাহুবলি। দুই চরিত্রেই দর্শকের মন জয় করেছেন প্রভাস। এবার শিবুর দাদার চরিত্রেও দেখা যাবে প্রভাসকে। অর্থাৎ বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমায় মোট তিনটি চরিত্রে প্রভাসকে দেখবেন দর্শক। প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘এটি বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে।’

বাহুবলি-দ্য বিগিনিং সিনেমার দুইটি ভিন্ন লুকের জন্য বেশ কষ্ট করেছেন প্রভাস। শিবু চরিত্রের জন্য ওজন যেমন কমিয়েছেন, অন্যদিকে অমরেন্দ্র বাহুবলি চরিত্রের জন্য ওজন বাড়িয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রভাসের ট্রেইনার এক সাক্ষাৎকারে বলেন, ‘বাহুবলি চরিত্রটির জন্য প্রভাসকে পেশী বাড়াতে হয়েছিল এবং তার ছেলে শিবুর চরিত্রের জন্য তাকে কিছুটা চিকন হতে হয়েছিল। গত চার বছর তার শরীরের গড়ন কম বেশি করতে হয়েছে এটি খুবই কঠিন ব্যাপার ছিল। প্রভাসের ওজন ১০০ কেজি কিন্তু তার শরীরে চর্বির পরিমাণ মাত্র ৯-১০ শতাংশ।’

এবার দাদার চরিত্রের মাধ্যমে প্রভাস কী চমক দেন সেটি এখন দেখার বিষয়।

বাহুবলি-দ্য কনক্লুশন সিনেমাটি পরিচালনা করছেন এসএস রাজামৌলি। সিনেমাটি প্রযোজনা করছে আরকা মিডিয়াওয়ার্কস। ২ ঘণ্টা ৫০ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটি ৬ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রামায়া কৃষ্ণা, সত্যরাজ, নাসের প্রমুখ। আগামী ২৮ এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।