নিউজ ডেস্ক:
বিষাক্ত সারিন গ্যাস ভরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর মতো ক্ষমতা উত্তর কোরিয়ার আছে বলে দাবী করেছে জাপান। বৃহস্পতিবার দেশটি আরও অভিযোগ করেছে, পিয়ংইয়ংয়ের উপর নজরদারি সংস্থা ৩৮ নর্থ জানিয়েছে, ষষ্ঠ পরমাণু বিস্ফোরণ ঘটানোর জন্যও প্রস্তুত দেশটি।
বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবে বলেন, আমরা সিরিয়া নিয়ে কথা বলছি। অথচ, উত্তর কোরিয়ারও ক্ষমতা আছে, সারিন গ্যাস হামলা চালানোর।
কোনো প্রমাণ জাপান না দিলেও এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের অভিযোগ, ১৯৮০ সাল থেকে রাসায়নিক অস্ত্র ভাণ্ডার মজুদ করছে উত্তর কোরিয়া। দেশটির দাবী, বর্তমানে পিয়ংইয়ংয়ের কাছে ২৫০০ থেকে ৫০০০ টন রাসায়নিক অস্ত্র রয়েছে। ২০১২ সালের একটি রিপোর্টে আমেরিকাও জানিয়েছিল, বহু দিন ধরে রাসায়নিক কর্মসূচি চালাচ্ছে উত্তর কোরিয়া। তাদের ভাণ্ডারে প্রাণঘাতী নার্ভ গ্যাস রয়েছে।