চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে অবস্থিত “হ্যাচ ফ্যাচ” নামের একটি রেস্টুরেন্ট থেকে দরজা ভেঙে আশীক (২১) নামের এক বাবুর্চির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তার সহকর্মীরা ঘরের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দরজা ভেঙে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক আশীককে মৃত ঘোষণা করেন।
নিহত আশীক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের শ্রী জয় কুমারের ছেলে। তিনি প্রায় ছয় মাস ধরে ওই রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং রেস্টুরেন্টের ভেতরেই থাকতেন।
পুলিশ জানায়, আশীক প্রায় তিন-চার বছর আগে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে নাম পরিবর্তন করে মুসলিম ধর্মাবলম্বী এক তরুণীকে বিয়ে করেন। তার পরিবার বর্তমানে গোপালগঞ্জ জেলায় বসবাস করছে।
উদ্ধারকারী সহকর্মী মামুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, “শেষবার সাড়ে ১২টার সময় আশীকের সঙ্গে কথা হয়। এরপর ফোন দিলে সে আর ধরেনি। পরে রেস্টুরেন্টে এসে জানালা দিয়ে দেখি সে মেঝেতে পড়ে আছে। দরজা ভেঙে ভেতরে ঢুকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই।”
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা সম্ভব হবে এটি আত্মহত্যা কিনা। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।











































