সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে চাঁদপুর তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী শহরের রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
চিত্রাংকন প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সিরাক বাংলাদেশ এর এ্যাডভোকেসি স্পেশালিষ্ট মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা আক্তার, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রাজ্জাক।
উক্ত চিত্রাংকণ প্রতিযোগিতায় সেশন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করেন সিরাক-বাংলাদেশ এর নেটওয়ার্ক অফিসার মোঃ কামরান মিয়া ও ফাইনান্স এন্ড এডমিন অফিসার রাবেয়া আক্তার মুনমুন ।
ইউএনএফপিএ বাংলাদেশ ও সুইডিশ উন্নয়ন সহযোগী সংস্থা সিডা’র অর্থায়নে সারা দেশের বিভাগীয় শহরগুলো ও জলবায়ু পরিবর্তনের ঝুকিতে থাকা জেলাগুলোতে ইয়ুথ ক্যাটালিস্ট প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
এই বাস্তবতাকে সামনে রেখে তরুণদের সৃজনশীলতার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই ছিল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “এই চিত্রাংকন প্রতিযোগিতার মূল থিম জলবায়ু ও প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে। তরুণরা তাদের ভাবনা ছবির মাধ্যমে প্রকাশ করছে—এটাই এর সাফল্য। আমরা চাই, এসব মতামত নীতিনির্ধারণী পর্যায়ে যাক।
প্রতিযোগিতায় ৩৫ জন তরুণ শিল্পী অংশগ্রহণ করে যার মধ্যে ছিলেন (১৪–২০ বছর) বয়সের স্কুল শিক্ষার্থী ও কলেজ শিক্ষার্থী । তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙনের ফলে স্থানচ্যুতি, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, মাতৃস্বাস্থ্য, মাসিক স্বাস্থ্যবিধি ও সামাজিক বৈষম্যকে চিত্রকর্মের মাধ্যমে প্রকাশ করে।প্রতিটি চিত্রের সঙ্গে সংযুক্ত ছিল সংক্ষিপ্ত (৫০–১০০ শব্দের) বার্তা, যা শিল্পীর চিন্তা, অভিজ্ঞতা ও আহ্বানকে ফুটিয়ে তোলে।
ডিজিএফপি, ডিজিএইচএস, মহিলা বিষয়ক অধিদপ্তর ও -এর স্থানীয় প্রতিনিধিদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা ও বার্তার শক্তি অনুযায়ী সেরা শিল্পকর্মগুলো নির্বাচন করেন। স্কুল ও কলেজ বিভাগ থেকে শীর্ষ ১০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ: এই উদ্যোগের মাধ্যমে ইউথ ক্যাটালিস্ট প্রকল্প তরুণদেরকে সামাজিক ও পরিবেশগত পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলছে, যাতে তারা সৃজনশীলতা ও সচেতনতার মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখতে পারে।
ছবির ক্যাপশন: সিরাক-বাংলাদেশ এর ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে চাঁদপুর তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতা।