খুলনার কয়রায় দীর্ঘদিন ধরে লবণাক্ত পানির সমস্যায় জর্জরিত উপকূলীয় কয়রা উপজেলার মানুষ। এই সংকট সমাধানের জন্য বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কয়রা উপজেলা পানি কমিটি একটি মানববন্ধন আয়োজন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি জমা দেয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পানি কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ. এম. শাহাবুদ্দীন। সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এস. এম. মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, সাংবাদিক কামাল হোসেন, পানি কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, ডা. নূর ইসলাম খোকন এবং ইউপি সদস্য আবু হাসান।
তারা বলেন, “উপকূলীয় কয়রার মানুষ বহু বছর ধরে লবণাক্ত পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। বর্তমানে নিরাপদ ও সুপেয় পানির সুবিধা বিলাসিতার পর্যায়ে চলে গেছে। তাই বিকল্প পানি উৎস, রেইনওয়াটার হারভেস্টিং এবং টেকসই পানি সরবরাহের ব্যবস্থা জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এলাকায় দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনার বাস্তবায়নের দাবি জানান।