জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলা পরিষদে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৯ আগস্ট)’ সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো বিকল্প নেই। এর প্রধান উদ্দেশ্য হলো মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং মশার সম্ভাব্য উৎপত্তিস্থলগুলো পরিষ্কার করা।
তিনি আরও বলেন, বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাধ্যতামুলক। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, হাসপাতালসহ সবখানেই এই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি আমাদের সহযোগিতায় এবং আমাদের সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছে।
ক্লিনিং ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর ব্রাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন,
চাঁদপুর সদর উপজেলার ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ্ প্রোগ্রাম অফিসার মোঃ বেলাল হোসেন,
যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।
আয়োজকরা জানান, তিনটি গাড়িতে মাইকিং করে পুরো এলাকায় সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। ক্যাম্পেইনে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কমিউনিটি জনগণের মধ্যে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ডেঙ্গু প্রবণ এলাকার কমেন্টের রাস্তা, বাড়ির চারপাশ, পরিষ্কার পানি বা বৃষ্টির পানি জমে থাকে এমন পাত্র, অবরুদ্ধ ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।