মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মোন্তাজেম শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৩ জুলাই) সকাল ৬টা দিকে চট্টগ্রাম নগরীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বাদ এশা ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী হলেন হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারীর প্র-পৌত্র ও হযরত গোলামুর রহমান মাইজভাণ্ডারীর দৌহিত্র। তিনি হযরত দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী চতুর্থ পুত্র এবং বিশ্বঅলি হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর ছোট ভাই।
উল্লেখ্য,তিনি আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সভাপতি এবং শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
সৈয়দ ডা. দিদারুল হকের ইন্তেকালের খবরে ফটিকছড়িসহ সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দরবার শরীফ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশেকানে মাইজভাণ্ডারীর অনুসারীরা জানাজায় অংশ নিতে দরবারে রওনা হয়েছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।