চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসিক বিকাশে অভিভাবক এবং শিক্ষকের যৌথ ভূমিকা অপরিহার্য। একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। এজন্য শিক্ষক, অভিভাবক এবং সমাজ—সবার সম্মিলিত ভূমিকা দরকার।”
এ সময় অভিভাবকরাও তাদের মতামত তুলে ধরেন এবং সন্তানের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার করেন। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অভিভাবক সমাবেশটি ছিল শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিক্ষক-অভিভাবক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ শাহজাহান সরকারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ধর,শিক্ষক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন,সিনিয়র সহকারী শিক্ষক বিধু ভুষন দাস,আকলিমা আক্তার,অভিভাবক আদিনাথ ভৌমিক সহ আরো অনেকে।
পরে ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত নিহতের স্মরন ও জান্নাতময় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা সাখাওয়াত হোসেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।