রবিবার | ১৮ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান Logo বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত খুবির সাবেক শিক্ষার্থী মুজাহিদ Logo জোট-মহাজোটের বাইরে ইসলামের একক শক্তি হাতপাখা -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে নবনির্মিত একটি দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। Logo খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে, উপস্থিত রয়েছেন তারেক রহমান Logo চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে ডিবেটিং সোসাইটি ও হল রুমের নতুন সাজ উদ্বোধন এবং হলের সার্বিক অবস্থা পরিদর্শনে সশরীরে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে যান। এসময় গোলাপ ফুল দিয়ে উপাচার্যসহ অতিথিদের বরণ করে নেন শিক্ষার্থীরা।

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানসহ হল ডিবেটিং সোসাইটির সদস্য ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে উপাচার্য কনফারেন্স রুম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে নাস্তা গ্রহণ করেন। এরপর হল আয়োজিত কোরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পরে তিনি ডিবেটিং সোসাইটি রুম পরিদর্শন করে ‘হল অব ফেম’ উদ্বোধন করেন। এ সময় ডিবেটিং সোসাইটি বিভিন্ন দাবি উপস্থাপন করলে তিনি সোসাইটির জন্য ডিজিটাল ঘড়ি ও পর্যাপ্ত বই সরবরাহের ঘোষণা দেন। পরবর্তীতে তিনি হলের রুম, খেলাধুলার সরঞ্জাম ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সঙ্গে টেবিল টেনিস, দাবা ও ক্যারাম খেলায়ও অংশ নেন। শেষে হলের ডাইনিং ও রিডিং রুম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ডিবেটিং সোসাইটির জন্য আলাদা রুম বরাদ্দ সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা জ্ঞান ও যুক্তি উপস্থাপনে আরও দক্ষ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “যুক্তি মানুষকে শিক্ষা দেয়, আর তর্ক দ্বন্দ্ব সৃষ্টি করে। তাই যুক্তিকে ধারালো করেই এগিয়ে যেতে হবে।”

হলের খেলাধুলা ও বিনোদন সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, “টেবিল টেনিস, দাবা, ক্যারামসহ বিভিন্ন খেলার সামগ্রী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি পত্রিকা ও টিভির ব্যবস্থা জ্ঞান বাড়াতে সাহায্য করবে।”

পরিদর্শন শেষে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যেতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হলের সার্বিক কার্যক্রম ও দায়িত্বকালীন সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

আপডেট সময় : ১১:০৬:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে ডিবেটিং সোসাইটি ও হল রুমের নতুন সাজ উদ্বোধন এবং হলের সার্বিক অবস্থা পরিদর্শনে সশরীরে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

রবিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে যান। এসময় গোলাপ ফুল দিয়ে উপাচার্যসহ অতিথিদের বরণ করে নেন শিক্ষার্থীরা।

পরিদর্শনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানসহ হল ডিবেটিং সোসাইটির সদস্য ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে উপাচার্য কনফারেন্স রুম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে নাস্তা গ্রহণ করেন। এরপর হল আয়োজিত কোরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পরে তিনি ডিবেটিং সোসাইটি রুম পরিদর্শন করে ‘হল অব ফেম’ উদ্বোধন করেন। এ সময় ডিবেটিং সোসাইটি বিভিন্ন দাবি উপস্থাপন করলে তিনি সোসাইটির জন্য ডিজিটাল ঘড়ি ও পর্যাপ্ত বই সরবরাহের ঘোষণা দেন। পরবর্তীতে তিনি হলের রুম, খেলাধুলার সরঞ্জাম ও শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। শিক্ষার্থীদের সঙ্গে টেবিল টেনিস, দাবা ও ক্যারাম খেলায়ও অংশ নেন। শেষে হলের ডাইনিং ও রিডিং রুম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ডিবেটিং সোসাইটির জন্য আলাদা রুম বরাদ্দ সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা জ্ঞান ও যুক্তি উপস্থাপনে আরও দক্ষ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, “যুক্তি মানুষকে শিক্ষা দেয়, আর তর্ক দ্বন্দ্ব সৃষ্টি করে। তাই যুক্তিকে ধারালো করেই এগিয়ে যেতে হবে।”

হলের খেলাধুলা ও বিনোদন সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, “টেবিল টেনিস, দাবা, ক্যারামসহ বিভিন্ন খেলার সামগ্রী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি পত্রিকা ও টিভির ব্যবস্থা জ্ঞান বাড়াতে সাহায্য করবে।”

পরিদর্শন শেষে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যেতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হলের সার্বিক কার্যক্রম ও দায়িত্বকালীন সময়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।