শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন মোদি

দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয়বার সৌদিতে যাচ্ছেন মোদি। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশ দুইটির মধ্যে দীর্ঘ ইতিহাস রয়েছে সামাজিক-সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগের। কৌশলগত অংশীদার হিসেবে- দুই দেশ রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন সৌদি যুবরাজ। এরপরেই এবার সৌদি সফরে যাচ্ছেন মোদি।

এর আগে ২০১৯ সালে ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সেইসময় তিনি মোদির ব্যাপক প্রশংসা করেছেন। যুবরাজ সালমান মোদিকে বড়ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ছোটভাই বলে উল্লেখ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন মোদি

আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ণ, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয়বার সৌদিতে যাচ্ছেন মোদি। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেশ দুইটির মধ্যে দীর্ঘ ইতিহাস রয়েছে সামাজিক-সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগের। কৌশলগত অংশীদার হিসেবে- দুই দেশ রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রেখেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে পারস্পরিক আগ্রহের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে রাষ্ট্রীয় সফরে আসেন সৌদি যুবরাজ। এরপরেই এবার সৌদি সফরে যাচ্ছেন মোদি।

এর আগে ২০১৯ সালে ভারত সফরে আসেন যুবরাজ সালমান। সেইসময় তিনি মোদির ব্যাপক প্রশংসা করেছেন। যুবরাজ সালমান মোদিকে বড়ভাই হিসেবে সম্বোধন করেন এবং নিজেকে মোদির ছোটভাই বলে উল্লেখ করেন।