আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।ক্রেমলিনও ট্রাম্প-পুতিন ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তার মতে, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
ট্রাম্প বলেন, “আমরা এই যুদ্ধ শেষ করতে চাই, এবং এটি সম্ভব হতে পারে।”পুতিন আগেই যুদ্ধবিরতির প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন, তবে শর্তযুক্ত সমাধান চান।
ইউক্রেনও যুদ্ধবিরতির পক্ষে, তবে কিয়েভের মিত্ররা রাশিয়ার শর্ত মেনে নেওয়াকে সমালোচনা করছে।
এদিকে, রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের স্টেপোভ গ্রাম দখল করেছে। পাশাপাশি মস্কো ১৭৪টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রাখানে আহতের খবর পাওয়া গেছে।