হবিগঞ্জে ট্রাক্টরচাপায় কিশোর নিহত!

0
57

নিউজ ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটি বোঝাই পাওয়ার টিলারের (ট্রাক্টর) চাপায় সাবাজ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার রাণীগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার বাগবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, সকালে রাণীগাও এলাকায় বেপরোয়া গতির মাটি বোঝাই একটি ট্রাক্টর সাবাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলেও জানান তিনি।