সিরিয়ায় ৪২০টি জঙ্গি শিবির ধংস করেছে রাশিয়ার বিমানবাহিনী !

0
36

নিউজ ডেস্ক:

সিরিয়ায় ৪২০ টির বেশি জঙ্গি শিবির ধংস করেছে রাশিয়ার বিমানবাহিনী। সিরিয়ায় নিযুক্ত রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আদ্রে কারতাপোলোভ জানিয়েছেন, গত দুই মাসের বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়েছে।

তিনি জানান, রুশ বিমানবাহী দুই মাসের বেশি সময়ে অ্যাডমিরাল কুজেনেতসভ থেকে ৪২০টির বেশি অভিযান চালিয়েছে। এর মধ্যে ১৭৭ টি অভিযান রাতে চালানো হয়েছে। তিনি বলেন, বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এসব অভিযান চালানো হয়েছে। বিমানবাহী রণতরীর সঙ্গে সংযুক্ত রুশ নৌ-বহরের ফ্রিগেট অ্যাডমিরাল গ্রিগোরোভিচ থেকে কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তাকফিরি জঙ্গি গোষ্ঠীর আক্রমণ করা হয়েছে বলে জানান তিনি। সবগুলো লক্ষ্যবস্তুতেই সঠিকভাবে হামলা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।