পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মেহেদি হোসেনের দুই বছরের ছেলে তামিম বিকেলে বাড়িতে খেলা করছিল। খেলতে খেলতে বাড়ির পাশের খালে পড়ে যায়।
শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যায় খালের মধ্যে তাকে ভাসতে দেখে।
সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।