ফিলিস্তিন বাংলাদেশের সঙ্গে এফটিএ সই করতে আগ্রহী!

0
54

নিউজ ডেস্ক:

ফিলিস্তিন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সাই করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার সচিবালয়ে মন্ত্রীর নিজ কক্ষে এক বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. ইয়াদ আল মালিকি এ আগ্রহ প্রকাশ করেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তোফায়েল আহমেদ বলেন, ‘ফিলিস্তিন বাণিজ্য শুল্ক খুবই কম। আমরা সেদেশে কিছু পণ্য আমদানি ও রফতানি করি। তবে সেটা তৃতীয় কোনও দেশের মাধ্যমে। তারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। এ বিষয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিন বাংলাদেশের খুবই ভালো বন্ধু। দেশটিকে আমরা সব সময় রাজনৈতিক সমর্থন দিয়ে আসছি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বাংলাদেশ সফর করার ইচ্ছা পোষণ করেছেন। তখন দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে। তবে কি কি  বিষয়ে  চুক্তি হতে পারে তা চূড়ান্ত হয়নি।’