আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরের কাছে আদ-দামজ এলাকায় একটি আবাসিক ব্লক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও তাদের দাবি, ভবনগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে ব্যবহৃত হচ্ছিল—তবে এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা।
জেনিন সরকারি হাসপাতালের পরিচালক ওয়াসিম বকর জানিয়েছেন, হামলায় হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফিলিস্তিনি অধিবাসীরা জানান, কয়েক সপ্তাহ ধরে লাগাতার ইসরায়েলি হামলার শিকার হচ্ছেন তারা। কারফিউ জারির কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে, বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে।