অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী’র মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের শীতলপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এক মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কেডিএস গ্রুপের একটি পণ্যবাহী গাড়ির নিচে ঢুকে যায়। এই ঘটনায় চান মিয়া (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকার দোহার থানার রাধানগর সিকদার বাড়ির মৃত দলিল উদ্দিনের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুমিন গণমাধ্যম’কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।