নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) নান্দাইল উপজেলা শাখার উদ্দ্যোগে বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩রা মে) নান্দাইল প্রেসক্লাব মিলানায়তনে বাসাস নান্দাইল শাখার সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক বাবুল। সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসাস নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক এবি সিদ্দিক খসরু, প্রেসক্লাবের জমিদাতা সদস্য ও শিক্ষক নেতা মোঃ আমিনুল ইসলাম আঞ্জু, বাসাস নান্দাইলের সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান ফয়সাল, এহতেশামুল হক শাহিন, সদস্য মোঃ শাহজাহান ফকির, মো. আবু হানিফ সরকার, মো. শাহাব উদ্দিন ফকির, মো. রমজান আলী, ওয়ালটন শোরুমের মালিক মো. সোহেল মিয়া প্রমুখ। সভায় বক্তারা আইসিটি এ্যাক্টের ৫৭ ধারা সহ সকল কালাকানুন অবিলম্বে বাতিলের জোর দাবী জানান।