চুয়াডাঙ্গা শহর থেকে নৈশপ্রহরী নিখোঁজ

0
13

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহর থেকে মো. সেলিম নামের এক নৈশপ্রহরী নিখোঁজ হয়েছেন। অপহৃত নৈশপ্রহরী সেলিম পৌর শহরের টিএন্ডটি মোড়-সরকারি গণগ্রন্থাগার এলাকার মৃত দাউদ আলী ম-লের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ টিএন্ডটি মোড়-জান্নাতুল মাওলা গোরস্থান মসজিদ-সংলগ্ন মার্কেট ও দোকানঘর পাহার দিয়ে আসছিলেন। গত সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁর পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে অপহরণ করা হতে পারে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘নিখোঁজ নৈশপ্রহরী সেলিমের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়ে তা জিডিভুক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি মোবাইল নম্বরের সূত্র ধরে তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছি। অতিদ্রুত তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করি।’