চাঁদপুরে সিসিডিএ এর দুই দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

0
6
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোম ও মঙ্গলবার (৩-৪ ফেব্রুয়ারি) সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিভেন্স ম্যানেজমেন্ট কমিটি (জিএমসি) সদস্যদের মেডিয়েশন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্ত হয়।

এতে প্রধান অতিথি’র বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

প্রশিক্ষণ পরিচালনা করেন চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম ও এপিপি এডভোকেট শিরিন আক্তার সুপ্তা।

কর্মশালাটি পরিদর্শন করেন সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন(এসডিসি) প্রতিনিধি লিসা, নাজিয়া হায়দার, হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি সাজ্জিদ আহমেদ ও আবুল বাশার, সিসিডি এর প্রোগ্রাম ডিরেক্টর খালিদ হোসাইন, প্রকল্প ব্যবস্থাপক এ কে এম মাহতাব উদ্দিন, জেলা সমন্বয়কারী নাজমুল আহসান, উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার ও আরো অনেকে।

উল্লেখ্য সিসিডিএ এর সিমস প্রকল্পটি অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন এর লক্ষ্য ও উদ্দেশ্যে চাঁদপুর জেলা ৬ টি উপজেলায় ৪২টি ইউনিয়নে তাঁদের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত পরিচালনা করে থাকবেন।
ছবির ক্যাপশন: চাঁদপুরে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।