গোলাম ফারুক রাকাবের নয়া ব্যবস্থাপনা পরিচালক!

0
39

নিউজ ডেস্ক:

গোলাম ফারুক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন।

গতকাল সোমবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাকাবের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি জনতা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।

তিনি ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

গোলাম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি ৩২ বছরের ব্যাংকিং কর্মজীবনে আঞ্চলিক ও বিভাগীয় প্রধান ছাড়াও বিভিন্ন পদে দায়িত্ব পালন এবং দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।