আইসিএমএবির কাউন্সিলে যারা নির্বাচিত!

0
42

নিউজ ডেস্ক:

জাতীয় কাউন্সিল নির্বাচন করেছে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।

এবারের কাউন্সিলে নির্বাচিত হয়েছেন- আব্দুর রহমান খান, মোহাম্মদ সেলিম, একেএম দেলোয়ার হোসাইন, আরিফ খান, জামাল আহমেদ চৌধুরী, কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, আবুল কালাম মজুমদার, মো. মামুনুর রশিদ, অধ্যাপক স্বপন কুমার বালা, আবু বকর সিদ্দিক, মো. মনিরুল ইসলাম, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এই নির্বাচিত কাউন্সিল থেকে আগামী দিনের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হবে।গত শুক্রবার ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচিত কাউন্সিল আগামী তিন বছর প্রতিষ্ঠানটির পরিচালনা করবে।