নিউজ ডেস্ক:
চোট কাটিয়ে ফেরা রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রথমবারের মতো ক্রমতালিকায় শীর্ষে থেকে কোনও গ্র্যান্ড স্ল্যামে খেলতে আসা অ্যান্ডি মারেও জয় পেয়েছেন।
হাঁটুর চোট থেকে সেরে ওঠা ৩৫ বছর বয়সী সুইশ তারকা ফেদেরার ৬ মাস পর সোমবার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন। অস্ট্রিয়ার জুর্গেন মেলসারকে ৭-৫, ৩-৬, ৬-২, ৬-২ গেমে হারান বছরের প্রথম এই গ্র্যান্ড স্ল্যামের চারবারের চ্যাম্পিয়ন। মেলবোর্নে প্রতিযোগিতার প্রথম দিনে অবাছাই ইউক্রেনের ইলিয়া মার্চেঙ্কোর বিপক্ষে সেরা ফর্মে ছিলেন না ব্রিটিশ তারকা মারে। ৭-৫, ৭-৬, ৬-২ গেমে জেতেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন।
চতুর্থ বাছাই সুইৎজারল্যান্ডের স্তানিস্লাস ভাভরিঙ্কা ৪-৬, ৬-৪, ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে হারান স্লোভাকিয়ার মার্টিন ক্লিজানকে।
মেয়েদের সেরা বাছাই জার্মানির আঞ্জেলিক কের্বার কষ্ট করে জিতেছেন। অবাছাই ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোকে ৬-২, ৫-৭, ৬-২ গেমে হারান প্রতিযোগিতার গতবারের চ্যাম্পিয়ন।
অঘটনের শিকার হয়েছেন মেয়েদের চতুর্থ বাছাই সিমোনা হালেপ। রোমানিয়ার এই তারকাকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন আমেরিকার শেলবি রজার্স। ১৩ নম্বর বাছাই ভেনাস উইলিয়ামস সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।