রাগীব আলীর জালিয়াতি মামলার রায় বৃহস্পতিবার !

0
39

নিউজ ডেস্ক:

সিলেটের তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি জালিয়াতি মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।

সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো বুধবার রায়ের এ তারিখ ধার্য করেন।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, আদালতে বুধবার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। পরে বিচারক আগামীকাল রায়ের তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুটি মামলা দায়ের করেন।

গত বছরের ১৯ জানুয়ারি ওই মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। পরে ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই ভারতে পালিয়ে যান। পরে ১২ নভেম্বর জকিগঞ্জ সীমান্তে গ্রেপ্তার হন আবদুল হাই। আর রাগীব আলী ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেপ্তার হন। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।