সিলেটে ৫ থানার ওসি বদলি

0
4

সিলেটে যোগদান করেই জেলার পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছেন নতুন পুলিশ সুপার মোহম্মদ মাহবুবুর রহমান। তার স্বাক্ষরিত আদেশে বদলি করা ওসিরা হলেন- ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, বিয়ানীবাজারের ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুরের ওসি মো. তাজুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান।

বদলি হওয়া সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সিলেট জেলা পুলিশ লাইনে পরিদর্শক (নিরস্ত্র ) হিসেবে যুক্ত করা হয়েছে।

এদিকে, পাঁচ থানাতেই নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে পুলিশ পরিদর্শক আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানকে জৈন্তাপুর থানায়, এনামুল হক চৌধুরীকে বিয়ানীবাজার থানায়, রুবেল মিয়াকে বিশ্বনাথ থানায়, উজায়ের আল মাহমুদকে কোম্পানীগঞ্জ থানায় এবং মো. মনিরুজ্জামান খানকে ফেঞ্চুগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।