দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
  • ৭৪৩ বার পড়া হয়েছে

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন সানজিদা আক্তার নামে এক রোগী গতকাল সন্ধ্যায় মারা গেছেন। তিনি এইচএমপিভি (হিউম্যান মাইকোব্যাকটেরিয়াল প্যাথোজেন ভাইরাস) ভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। সানজিদা এক মাস আগে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেইলিওরসহ গুরুতর শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, সানজিদার মৃত্যুর কারণ শুধুমাত্র এইচএমপিভি ভাইরাস নয়, বরং তার অবস্থা আরও জটিল ছিল। যার মধ্যে নিউমোনিয়া ও বিভিন্ন অঙ্গের ফেইলিওরও অন্তর্ভুক্ত ছিল। তিনি উল্লেখ করেছেন, এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিশ্বব্যাপী এক বিরল ঘটনা এবং শুধুমাত্র এক হাজার রোগীর মধ্যে একজন মারা যেতে পারে।

অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, ‘এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। হাত ধোয়া, মাস্ক পরা, এবং জনসমাগম থেকে বিরত থাকা এই ভাইরাসের বিস্তার রোধে কার্যকরী পদক্ষেপ হতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইচএমপিভি সাধারণত কম সংক্রমণজনিত হলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, বিশেষত যদি রোগী আগে থেকেই অন্য কোনো রোগে আক্রান্ত থাকেন। তবে, সময়মতো চিকিৎসা ও সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া সম্ভব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন সানজিদা আক্তার নামে এক রোগী গতকাল সন্ধ্যায় মারা গেছেন। তিনি এইচএমপিভি (হিউম্যান মাইকোব্যাকটেরিয়াল প্যাথোজেন ভাইরাস) ভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। সানজিদা এক মাস আগে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেইলিওরসহ গুরুতর শারীরিক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, সানজিদার মৃত্যুর কারণ শুধুমাত্র এইচএমপিভি ভাইরাস নয়, বরং তার অবস্থা আরও জটিল ছিল। যার মধ্যে নিউমোনিয়া ও বিভিন্ন অঙ্গের ফেইলিওরও অন্তর্ভুক্ত ছিল। তিনি উল্লেখ করেছেন, এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বিশ্বব্যাপী এক বিরল ঘটনা এবং শুধুমাত্র এক হাজার রোগীর মধ্যে একজন মারা যেতে পারে।

অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, ‘এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। হাত ধোয়া, মাস্ক পরা, এবং জনসমাগম থেকে বিরত থাকা এই ভাইরাসের বিস্তার রোধে কার্যকরী পদক্ষেপ হতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এইচএমপিভি সাধারণত কম সংক্রমণজনিত হলেও কিছু ক্ষেত্রে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, বিশেষত যদি রোগী আগে থেকেই অন্য কোনো রোগে আক্রান্ত থাকেন। তবে, সময়মতো চিকিৎসা ও সতর্কতা অবলম্বন করলে এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া সম্ভব।