চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩ জুলাই) দুপুরে চাঁদপুর পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মুহমদ আব্দুর রকিব।
প্রেস ব্রিফিং এ তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় মূল আসামী মোঃ কামাল মীরাকে গ্রেফতার করা হয়েছে। তাকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার বিষয়টি স্বীকার করে আসামি। কামাল রাজধানীর ডেমরায় একটি কারখানার নৈশপ্রহরীর কাজ করতেন।
তিনি জানান, দ্বিতীয় বিয়ের জন্য মেয়ে দেখানোর কথা বলে পূর্ব পরিচিত হাবিব উল্লাহ তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা নেন। গত ১০ জুলাই মেয়ে দেখানোর কথা বলে মতলব উত্তরে কামালকে নিয়ে যান হাবিব। কিন্তু পরবর্তীতে মেয়ে না দেখানোয় দুজনের মধ্যে বাক-বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে হাবিব উল্লাহকে তলপেটে ও অণ্ডকোষে লাথি মারেন কামাল। এরপর মারা গেছেন ভেবে তাকে পুকুরে ফেলে পালিয়ে নারায়ণগঞ্জে যান তিনি।
গত ১১ জুলাই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩ নং সাদুল্লাহপুর ইউনিয়নের একটি পুকুর থেকে হাবিব উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্তের ভিত্তিতে কামলাকে গ্রেপ্তার করে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি মোশ রবিউল হক, ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, তদন্তকারী কর্মকর্তা মোঃ দেলওয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার ক্লু-লেস হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তা দেলওয়ার হোসেনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
ছবির ক্যাপশন: চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িতকে গ্রেফতারের পর প্রেস ব্রিফিং বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মুহমদ আব্দুর রকিব পিপিএম।