চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ ন ম নূর রহমানের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ইমাম পরিষদ।
রোববার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় জেলার বিভিন্ন মসজিদের ইমামরা। তাদের দাবি, হামলাকারী পূর্ব পরিকল্পিতভাবে ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। যারা হামলাকারীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থান নিয়েছে, তাদেরও শাস্তির আওতায় আনার আহবান জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ ফরিদী, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা লেয়াকত হোসাইন ও মাওলানা নিজামুল হক প্রমুখ।
এদিকে হামলাকারী বিল্লাল হোসেন শনিবার চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন।
উল্লেখ্য, শুক্রবার চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা আ ন ম নূর রহমান মাদানী। আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ী বিল্লাল হোসেন। যার কারণে নামাজ শেষে মসজিদের ভিতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের উপর হামলা চালায় বিল্লাল। এতে করে খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী মাথায় মারাত্মক জখম হয়।