তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে কচুয়া উপজেলা বিএনপি লিফলেট বিতরণ ও মিছিল কর্মসূচি পালন করেছে। সক্রিয় ছিলো উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলাদল নেত্রী নাজমুন নাহার বেবীর পক্ষে শনিবার বিকালে কচুয়ার সাচার ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে সাচার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
“কর্মসূচি শেষে নেতারা জানান—আগামী দিনগুলোতেও তারা ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাবেন। তারেক রহমানের এই ৩১ দফা রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের একটি ঐতিহাসিক রূপরেখা। আমরা জনগণের মাঝে এটি ছড়িয়ে দিতে মাঠে নেমেছি।
এসময় উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা মিয়াজী,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ,সাধারণ সম্পাদক রঈছ উদ্দিন চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক সাইফুল পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
“তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের এই ঘোষণা কেবল একটি দলীয় কর্মসূচি নয়, বরং একটি জাতীয় আন্দোলনের সূচনা বলে মনে করছেন বিএনপির নেতারা।