শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি: 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইদু‌রের গ‌র্তে হাত‌দি‌য়ে বিষধর সাপের কাম‌ড়ে আজিজুল (৩) নামে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১ জুন) বিকেল সা‌ড়ে ৫ টার দি‌কে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।

শিশুটির বাবা জাহিদুল ইসলাম ও দাদা কলিম উদ্দিন জানান, ইদু‌রের গ‌র্তে হাত‌ দি‌য়ে‌ছিল আ‌জিজুল। ওই গ‌র্তে থাকা বিষাক্ত সাপ আ‌জিজুল‌কে কামড়‌দি‌লে সে চিৎকার ক‌রে কাঁদ‌তে কাঁদ‌তে বা‌ড়ি চ‌লে আ‌সে। তার হা‌তে কোন কিছু কাম‌ড়ে দাগ‌দে‌খে আমরা সা‌থে সা‌থে হা‌তে বাঁধন দি‌য়ে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিলে কবিরাজ এটা ইদুরের কম‌ড়ের ক্ষত বলে বাধন খুলে দেয়।

শিশুটিকে বাড়িতে নি‌য়ে আসার পর নি‌স্তেজ পড়ে। এসময় পাশের বাড়ির আশরাফের কাছে হাত চালান দিলে বলে মারা গিয়েছে। এবং সাপটি ঐ মাটির গর্তেই আছে। তারপর ঐ অবস্থায় ছে‌লে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছেলে আ‌জিজুল‌কে হারিয়ে বাবা আহাজারি করে আরও বলেন, ছেলে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচানো গেলো না। শুক্রবার রা‌ত ১০ টার দি‌কে নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লাব কুমার শাহ বলেন, সাপে দংশনে মারা গিয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।

ট্যাগস :

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:৩৬ অপরাহ্ণ, শনিবার, ২২ জুন ২০২৪

ইঁদুরের গর্তে হাত সাপের কাম‌ড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি: 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইদু‌রের গ‌র্তে হাত‌দি‌য়ে বিষধর সাপের কাম‌ড়ে আজিজুল (৩) নামে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার (২১ জুন) বিকেল সা‌ড়ে ৫ টার দি‌কে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল ওই পাড়ার জাহিদুল ইসলামের ছোট ছেলে।

শিশুটির বাবা জাহিদুল ইসলাম ও দাদা কলিম উদ্দিন জানান, ইদু‌রের গ‌র্তে হাত‌ দি‌য়ে‌ছিল আ‌জিজুল। ওই গ‌র্তে থাকা বিষাক্ত সাপ আ‌জিজুল‌কে কামড়‌দি‌লে সে চিৎকার ক‌রে কাঁদ‌তে কাঁদ‌তে বা‌ড়ি চ‌লে আ‌সে। তার হা‌তে কোন কিছু কাম‌ড়ে দাগ‌দে‌খে আমরা সা‌থে সা‌থে হা‌তে বাঁধন দি‌য়ে গ্রামের রবিউল কবিরাজের কাছে নিলে কবিরাজ এটা ইদুরের কম‌ড়ের ক্ষত বলে বাধন খুলে দেয়।

শিশুটিকে বাড়িতে নি‌য়ে আসার পর নি‌স্তেজ পড়ে। এসময় পাশের বাড়ির আশরাফের কাছে হাত চালান দিলে বলে মারা গিয়েছে। এবং সাপটি ঐ মাটির গর্তেই আছে। তারপর ঐ অবস্থায় ছে‌লে‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ছেলে আ‌জিজুল‌কে হারিয়ে বাবা আহাজারি করে আরও বলেন, ছেলে আমার গলা শক্ত করে জড়িয়ে রেখেছিল, কিন্তু ওরে বাঁচানো গেলো না। শুক্রবার রা‌ত ১০ টার দি‌কে নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এবিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ বিপ্লাব কুমার শাহ বলেন, সাপে দংশনে মারা গিয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা।