শিরোনাম :

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক !

  • আপডেট সময় : ০৮:৪২:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও নতুন রাজনৈতিক জোট ‘বিএনএ’র সভাপতি নাজমুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে তারা আলাদাভাবে সচিবালয়ে ওবায়দুল কাদেরের অফিসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার পৃথক বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

তবে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠকে জোটবদ্ধ নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কাদের সিদ্দিকী বলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের সঙ্গে কাজ করতে চান তিনি।

কাদের সিদ্দিকী বৈঠক করে বেরিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরের অফিসে যান নাজমুল হুদা।

ওই সূত্র জানায়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিতেই নাজমুল হুদা ওবায়দুল কাদেরের অফিসে যান।

কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা আলাদাভাবে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করলেও এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাননি তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার বৈঠক !

আপডেট সময় : ০৮:৪২:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও নতুন রাজনৈতিক জোট ‘বিএনএ’র সভাপতি নাজমুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে তারা আলাদাভাবে সচিবালয়ে ওবায়দুল কাদেরের অফিসে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবু নাসের মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার পৃথক বৈঠকের কথা নিশ্চিত করেছেন। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি।

তবে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠকে জোটবদ্ধ নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কাদের সিদ্দিকী বলেন, তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের সঙ্গে কাজ করতে চান তিনি।

কাদের সিদ্দিকী বৈঠক করে বেরিয়ে যাওয়ার পর ওবায়দুল কাদেরের অফিসে যান নাজমুল হুদা।

ওই সূত্র জানায়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দাওয়াত দিতেই নাজমুল হুদা ওবায়দুল কাদেরের অফিসে যান।

কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা আলাদাভাবে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করলেও এ বিষয়ে গণমাধ্যমকে কিছু জানাননি তারা।