লক্ষ্মীপুরে সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রতাহার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১৮:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৭৩২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলার সময় কেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছ থেকে মোবাইল জব্দের ঘটনা ও প্রশাসনিক কারণে হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সহকারী সচিব ও একই মাদ্রাসার উপ-অধ্যাক্ষ মাওলানা দেলোয়ার হোসেনসহ পাঁচ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষাকেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্র সচিবের চিঠি থেকে জানা যায়, পরীক্ষা চলার সময় মোবাইল রাখার দায়ে চারজন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আখতার হোছাইন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. আমীর হোসাইন, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. হাফিজ উল্যাহ, হাজীপাড়া আল-আরাফাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হামিদুর রহমান।

উল্লেখ্য:
গতকাল সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মূল কেন্দ্র থেকে পরিদর্শকদের কাছ থেকে ১৭টি মোবাইল জব্দ করে ইউএনও।

ট্যাগস :

লক্ষ্মীপুরে সহকারী সচিবসহ ৫ শিক্ষক প্রতাহার

আপডেট সময় : ০৫:১৮:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলার সময় কেন্দ্রের কক্ষ পরিদর্শকের কাছ থেকে মোবাইল জব্দের ঘটনা ও প্রশাসনিক কারণে হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের সহকারী সচিব ও একই মাদ্রাসার উপ-অধ্যাক্ষ মাওলানা দেলোয়ার হোসেনসহ পাঁচ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দিন সরোওয়ার ও জেডিসি পরীক্ষাকেন্দ্র সচিব মাওলানা মোহাম্মদ আলী হোছাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্র সচিবের চিঠি থেকে জানা যায়, পরীক্ষা চলার সময় মোবাইল রাখার দায়ে চারজন কক্ষ পরিদর্শককে (শিক্ষক) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী মৌলভী মো. আখতার হোছাইন, মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভী মো. আমীর হোসাইন, তোরাবগঞ্জ আহমদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. হাফিজ উল্যাহ, হাজীপাড়া আল-আরাফাহ দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হামিদুর রহমান।

উল্লেখ্য:
গতকাল সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১টার দিকে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কেন্দ্র তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও মূল কেন্দ্র থেকে পরিদর্শকদের কাছ থেকে ১৭টি মোবাইল জব্দ করে ইউএনও।