শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনার উচ্ছেদ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৭২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে কবিরপুর তিন রাস্তার মোড়ে সকালে রাস্তার পাশে বসা যত্রতত্র সবজি বাজার উচ্ছেদ করেছে। এ সময় দুই সবজি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও গুরুত্বপূর্ণ কবিরপুর তিন রাস্তার মোড়ে যানজট সৃষ্টির দায়ে এক বেবিট্যাক্সি ড্রাইভারকে দুই শত টাকা, রাস্তায় বালুর ট্রাক দাঁড় করিয়ে রেখে যানজট সৃষ্টির দায়ে এক ট্রাক ড্রাইভারকে এক হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ব্রীজ রোডের রাসেল টি স্টোরের মালিকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সব মিলিয়ে মোট চার হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উসমান গনি জানান, গুরুত্বপূর্ণ কবিরপুর তিন রাস্তার মোড়ের যানজট নিরসনে বেশ কয়েকদিন যাবৎ নির্দিষ্ট স্থানে সবজি বাজার স্থানান্তরের জন্য মাইকিং করা হয়। এরপর সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সবজি বাজার স্থানান্তর করা হয়েছে। এসময় হাসপাতাল গেট যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে এবং যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে বেটিট্যাক্সি ও বালু ভর্তি ট্রাক দিয়ে মোড়ে যানজট সৃষ্টি করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, এসআই জীবনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালতের অবৈধ স্থাপনার উচ্ছেদ

আপডেট সময় : ০৬:৫১:৪৭ অপরাহ্ণ, সোমবার, ৬ নভেম্বর ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে কবিরপুর তিন রাস্তার মোড়ে সকালে রাস্তার পাশে বসা যত্রতত্র সবজি বাজার উচ্ছেদ করেছে। এ সময় দুই সবজি ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও গুরুত্বপূর্ণ কবিরপুর তিন রাস্তার মোড়ে যানজট সৃষ্টির দায়ে এক বেবিট্যাক্সি ড্রাইভারকে দুই শত টাকা, রাস্তায় বালুর ট্রাক দাঁড় করিয়ে রেখে যানজট সৃষ্টির দায়ে এক ট্রাক ড্রাইভারকে এক হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ব্রীজ রোডের রাসেল টি স্টোরের মালিকের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সব মিলিয়ে মোট চার হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উসমান গনি জানান, গুরুত্বপূর্ণ কবিরপুর তিন রাস্তার মোড়ের যানজট নিরসনে বেশ কয়েকদিন যাবৎ নির্দিষ্ট স্থানে সবজি বাজার স্থানান্তরের জন্য মাইকিং করা হয়। এরপর সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্দিষ্ট স্থানে সবজি বাজার স্থানান্তর করা হয়েছে। এসময় হাসপাতাল গেট যানজট মুক্ত রাখতে অবৈধ স্থাপনা ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে এবং যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে বেটিট্যাক্সি ও বালু ভর্তি ট্রাক দিয়ে মোড়ে যানজট সৃষ্টি করায় তাদেরকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সাথে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, এসআই জীবনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।