রোনালদো ঝড়ে বিধ্বস্ত সেভিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সুবাদেই সেভিয়াকে ৪-১ বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগ জয়ের পথে আরেক ধাপ এগোল ‘গ্যালাকটিকোস’। রিয়ালের হয়ে বাকি দুই গোল করেন টনি ক্রুস ও নাচো।

ম্যাচের ১০ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। বক্সের বাইরে আসেনসিওকে ফাউল করলে ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। ওই ফাউল নিয়ে সেভিয়ার খেলোয়াড়রা রেফারির সঙ্গে কথা বলছিলেন তখন ফ্রি কিক মেরে দেন নাচো। তা থেকে গোল হয়ে যায়। রেফারি গোলের বাঁশি বাজিয়ে দেন। এরপর অন্ডালেশিয়ার দলটির প্রতিবাদে কান দেননি রেফারি।

এরপর তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান রোনালদো। ৪৯ মিনিটে গোল করে সেভিয়াকে ম্যাচে ফেরান জোভেটিচ। ৭৮ মিনিটে গোল জিদানকে স্বস্তি দেন পর্তুগিজ মহাতারকা। ৮৪ মিনিটে জার্মান মিডফিল্ডার ক্রুস গোল করে সেভিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রোনালদো ঝড়ে বিধ্বস্ত সেভিয়া !

আপডেট সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৬ মে ২০১৭

নিউজ ডেস্ক:

জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই সুবাদেই সেভিয়াকে ৪-১ বিধ্বস্ত করল রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লিগ জয়ের পথে আরেক ধাপ এগোল ‘গ্যালাকটিকোস’। রিয়ালের হয়ে বাকি দুই গোল করেন টনি ক্রুস ও নাচো।

ম্যাচের ১০ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। বক্সের বাইরে আসেনসিওকে ফাউল করলে ফ্রি কিক পায় রিয়াল মাদ্রিদ। ওই ফাউল নিয়ে সেভিয়ার খেলোয়াড়রা রেফারির সঙ্গে কথা বলছিলেন তখন ফ্রি কিক মেরে দেন নাচো। তা থেকে গোল হয়ে যায়। রেফারি গোলের বাঁশি বাজিয়ে দেন। এরপর অন্ডালেশিয়ার দলটির প্রতিবাদে কান দেননি রেফারি।

এরপর তিন মিনিট পরেই ব্যবধান বাড়ান রোনালদো। ৪৯ মিনিটে গোল করে সেভিয়াকে ম্যাচে ফেরান জোভেটিচ। ৭৮ মিনিটে গোল জিদানকে স্বস্তি দেন পর্তুগিজ মহাতারকা। ৮৪ মিনিটে জার্মান মিডফিল্ডার ক্রুস গোল করে সেভিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন।