শিরোনাম :
Logo শেরপুরে মহারশি নদীর বাধে ফাটল ও ভাঙন; উদ্ধিগ্ন স্থানীয়রা Logo রাবির আইন অনুষদে ‘সাংবিধানিক অধিকার ও প্রতিকার’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo ইবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত Logo সমাজ ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে মানসুর আহমদ সাকী Logo ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে উদ্ভাবনী বিজ্ঞান উৎসব Logo জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি ও সাজেদুল Logo নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে, বললেন মির্জা ফখরুল Logo ড. ইউনূসকে বিতর্কিত করবেন না, এখনই নির্বাচন দিন Logo কেউ কম মূল্যে পণ্য বিক্রি করলেও তদারকি দরকার: বাণিজ্য উপদেষ্টা Logo বৃষ্টিতে ভিজেই শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ

স্ন্যাপচ্যাটের ১৭ লাখ অ্যাকাউন্ট হ্যাক !

  • আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের ১৭ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য ফাঁস করে দিয়েছে ভারতের এক দল হ্যাকার। সম্প্রতি ভারতকে গরিব দেশ বলার অভিযোগ উঠে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগেলের বিরুদ্ধে। যার প্রতি উত্তরে এই পথ বেছে নিয়েছে ভারতীয় হ্যাকাররা।

ভারত গরিব দেশ, তাই এখানে তার সংস্থার পা রাখার প্রয়োজন নেই বলেছেন ইভান, এমনটাই অভিযোগ হ্যাকারদের। এরই জবাব দিতে স্ন্যাপচ্যাটের ১৭ লাখ গ্রাহকের ডেটাবেস ফাঁস করে দিলেন ভারতীয় হ্যাকাররা। পাশাপাশি স্ন্যাপচ্যাটকে  হুমকি দিয়ে তারা বলেছে, স্ন্যাপচ্যাট সিইও যদি তার মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা না করেন, তবে পরে স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ওয়েব দুনিয়ায় তাদের হামলা চলানো হবে। তবে, এই হ্যাকিংয়ের খবর এখনও স্বীকার করেনি স্ন্যাপচ্যাট।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্ন্যাপচ্যাটের এক পুরাতন কর্মী সংস্থার বিরুদ্ধে মামলা করেন। প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ভ্যারাইটির খবরে বলা হয়, আন্তনি পম্পপ্লিয়ানো নামের ওই কর্মী স্ন্যাপচ্যাটের প্রধান বৈশ্বিক পরিকল্পনার কথা বললে স্পিগেল তাকে থামিয়ে দেন। স্পিগেলকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এই অ্যাপ ধনী ব্যক্তিদের জন্য। আমি ভারত ও স্পেনের মতো গরিব দেশে এটি সম্প্রসারিত করতে চাই না’।

এদিকে স্ন্যাপচ্যাট এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটির আইনজীবী বলেন, ‘সত্যি কথা হচ্ছে পম্পপ্লিয়ানো স্ন্যাপচ্যাটের বর্তমান মেট্রিক সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। ’

উল্লেখ্য, ২০১১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় ইভান স্পিগেল, ববি মার্ফি ও রেগি ব্রাউন শুরু করেন স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিদ্বন্দ্বী টুইটারের প্রায় দ্বিগুণ।

সূত্র : দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে মহারশি নদীর বাধে ফাটল ও ভাঙন; উদ্ধিগ্ন স্থানীয়রা

স্ন্যাপচ্যাটের ১৭ লাখ অ্যাকাউন্ট হ্যাক !

আপডেট সময় : ০৬:৫৮:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

ছবিভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের ১৭ লাখ গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য ফাঁস করে দিয়েছে ভারতের এক দল হ্যাকার। সম্প্রতি ভারতকে গরিব দেশ বলার অভিযোগ উঠে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পিগেলের বিরুদ্ধে। যার প্রতি উত্তরে এই পথ বেছে নিয়েছে ভারতীয় হ্যাকাররা।

ভারত গরিব দেশ, তাই এখানে তার সংস্থার পা রাখার প্রয়োজন নেই বলেছেন ইভান, এমনটাই অভিযোগ হ্যাকারদের। এরই জবাব দিতে স্ন্যাপচ্যাটের ১৭ লাখ গ্রাহকের ডেটাবেস ফাঁস করে দিলেন ভারতীয় হ্যাকাররা। পাশাপাশি স্ন্যাপচ্যাটকে  হুমকি দিয়ে তারা বলেছে, স্ন্যাপচ্যাট সিইও যদি তার মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা না করেন, তবে পরে স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে ওয়েব দুনিয়ায় তাদের হামলা চলানো হবে। তবে, এই হ্যাকিংয়ের খবর এখনও স্বীকার করেনি স্ন্যাপচ্যাট।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র স্ন্যাপচ্যাটের এক পুরাতন কর্মী সংস্থার বিরুদ্ধে মামলা করেন। প্রযুক্তিবিষয়ক খবরের ওয়েবসাইট ভ্যারাইটির খবরে বলা হয়, আন্তনি পম্পপ্লিয়ানো নামের ওই কর্মী স্ন্যাপচ্যাটের প্রধান বৈশ্বিক পরিকল্পনার কথা বললে স্পিগেল তাকে থামিয়ে দেন। স্পিগেলকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘এই অ্যাপ ধনী ব্যক্তিদের জন্য। আমি ভারত ও স্পেনের মতো গরিব দেশে এটি সম্প্রসারিত করতে চাই না’।

এদিকে স্ন্যাপচ্যাট এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে প্রতিষ্ঠানটির আইনজীবী বলেন, ‘সত্যি কথা হচ্ছে পম্পপ্লিয়ানো স্ন্যাপচ্যাটের বর্তমান মেট্রিক সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। ’

উল্লেখ্য, ২০১১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় ইভান স্পিগেল, ববি মার্ফি ও রেগি ব্রাউন শুরু করেন স্ন্যাপচ্যাট। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য ২৪ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতিদ্বন্দ্বী টুইটারের প্রায় দ্বিগুণ।

সূত্র : দ্য গার্ডিয়ান ও এনডিটিভি।