আমিনুর রহমান নয়ন:
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভালাইপুর মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড় বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও ফার্মেসিতে তদারকি করা হয়।
তদারকিকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় ও নিয়ম বহির্ভূতভাবে তা সংরক্ষণ করার অপরাধে মনিরুল হকের প্রতিষ্ঠান মনির ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান রোকেয়া ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়ে একই আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মিথ্যা তথ্য দিয়ে ব্যাবসা পরিচালনা করে আসছিলেন৷ প্রতিষ্ঠান দুটিকে আগামীকালের মধ্যে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
এসময় সংশ্লিষ্ট বাজারের ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, ওষুধ এবং খাদ্যসামগ্রী বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ওষুধ পরিদর্শক তাহমিদ জামিল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।
মোহাম্মদ মামুনুল হাসান আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে৷