বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে দুই বেঞ্চ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে
আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় নতুন বেঞ্চ দুটির বিবরণ প্রকাশ করা হয়।

প্রথম বেঞ্চের নেতৃত্বে থাকছেন প্রধান বিচারপতি নিজেই। এ বেঞ্চে তাঁর সঙ্গে থাকছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

দ্বিতীয় বেঞ্চে রয়েছেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এর আগে, ২৪ মার্চ হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।

এই বেঞ্চ পুনর্গঠনের মাধ্যমে আপিল বিভাগের বিচারকাজ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

বিচারকাজ পরিচালনায় আপিল বিভাগে দুই বেঞ্চ

আপডেট সময় : ০৮:৫৮:৫৬ অপরাহ্ণ, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় নতুন বেঞ্চ দুটির বিবরণ প্রকাশ করা হয়।

প্রথম বেঞ্চের নেতৃত্বে থাকছেন প্রধান বিচারপতি নিজেই। এ বেঞ্চে তাঁর সঙ্গে থাকছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

দ্বিতীয় বেঞ্চে রয়েছেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এর আগে, ২৪ মার্চ হাইকোর্ট বিভাগের দুই বিচারপতি—বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁদের শপথ বাক্য পাঠ করান।

এই বেঞ্চ পুনর্গঠনের মাধ্যমে আপিল বিভাগের বিচারকাজ আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।