শ্রীনগরে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে ফিলিস্তিনে হওয়া নির্মম গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলার সর্বস্তরের তৌহিদি ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
হযরত মাওলানা আখতার হোসেন মাহমুদী এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন মাওলানা মুফতী মনিরুল ইসলাম,মাওলানা মুফতী শরিফুল ইসলাম বিক্রমপুর, মাওলানা মুফতী জুবায়ের,মাওলানা মাহাদী হাসান আমতলী।
দয়হাটা টেক্কা মার্কেট থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে নাপিত বাড়ি,ধাইসার,দেউলভোগ প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।