ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিভিন্ন দলের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় বসুন্ধরা গেটে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচি পালন করবেন।
এদিকে সাধারণ আলেম সমাজ বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী মোড়ে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
এছাড়া বেলা সাড়ে ১১টায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে, দুপুর ১২:৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারে বৃহত্তর উত্তরার সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বাদ যোহর বায়তুল মোকাররমে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বাদ যোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্রীয় মসজিদে, বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবে খেলাফত মজলিস, বিকাল ৩.৩০টায় বায়তুল মোকাররমে লেবার পার্টি, বিকাল ৪টায় মহাখালীতে জামায়াতের ঢাকা মহানগরী উত্তর, বিকাল ৪টায় রাজু ভাস্কর্য-এ ঢাকা বিশ্ববিদ্যালয়, বিকাল ৪টায় ইউনিসেফ বাংলাদেশ-এ ফুলকুড়ি আসর, বিকেল সাড়ে ৪টায় মিরপুর ১০ গোল চত্ত্বরে মিরপুরবাসী ও ছাত্রজনতা, বিকাল ৫টায় শাহবাগে এনসিপি, বিকাল ৫টায় বায়তুল মোকাররমে জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।