৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি: সারজিস

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এনসিপি আত্মপ্রকাশ করেছে এক মাস হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে।

তিনি বলেন, বিগত এক যুগ ধরে বাংলাদেশে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে সামনে রাখতে পারলে আমরা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না।

তিনি বলেন, চলতি মাসেই জেলা ও উপজেলা কমিটি দেওয়া হবে। আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। তারা মনে করেন এই তরুণরা দেশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং জেলা-উপজেলার নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাদের রয়েছে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, সদস্য সচিত রহমত আলীসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এনসিপি: সারজিস

আপডেট সময় : ০৬:১৭:১৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, এনসিপি আত্মপ্রকাশ করেছে এক মাস হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিতে।

তিনি বলেন, বিগত এক যুগ ধরে বাংলাদেশে গণমানুষের রাজনীতি ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আঁধারে কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া।

উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, এনসিপি যদি জনগণের চাওয়া অনুযায়ী কাজ করতে পারে, তাহলে জনগণ তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।

সারজিস আলম বলেন, জুলাই-আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল। সেগুলোকে সামনে রাখতে পারলে আমরা জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনও বিচ‍্যুত হব না।

তিনি বলেন, চলতি মাসেই জেলা ও উপজেলা কমিটি দেওয়া হবে। আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে। তারা মনে করেন এই তরুণরা দেশের অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং জেলা-উপজেলার নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাদের রয়েছে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ ইমতি, সদস্য সচিত রহমত আলীসহ আরও অনেক উপস্থিত ছিলেন।