নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মঙ্গলবার (১৫জুলাই) সকালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
এ বিদায়ী অনুষ্ঠানে প্রকৌশলী ও উপ- সহকারী প্রকৌশলী, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক, মেসার্স আখি এন্ড বিথী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ও ইউপি সদস্য আব্দুস ছালাম, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স ইকোনোমিক সিস্টেমের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান পান্না, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স সরকার কন্সট্রাকশনের স্বত্বাধিকারী শাহাদত হোসেন, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স তানজিলা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী নাজমুল ইসলাম, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স ইয়াহিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী ইয়াহিয়া, সমিতির যুগ্ম আহ্বায়ক ও মেসার্স শোয়াইব কন্সট্রাকশনের স্বত্বাধিকারী স্বপন, সমিতির যুগ্ম আহ্বায়ক ও এইচ এম ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আতিকুর রহমান সোহাগ, সমিতির সদস্য ও মেসার্স স্বাদ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাদরুল আলম, মেসার্স তরুন ট্রেডার্সের স্বত্বাধিকারী তরুনসহ অনান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনা চেয়ে মিষ্টি বিতরন করা হয়।
প্রসঙ্গত, সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
গত দুই বছর ধরেই সিরাজগঞ্জ এলজিইডিতে বিভিন্ন প্রকল্পে অনিয়ম, নিম্নমানের কাজ, ঠিকাদার হয়রানি ও তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে সাইফুল ইসলামের বিরুদ্ধে। এলজিইডি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব অভিযোগ তদন্ত করছেন।
গত রোববার (১৩ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধানের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয় নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে ঢাকায় এলজিইডির সদর দপ্তরে বদলি করা হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের মধ্যে নতুন নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান সিরাজগঞ্জে যোগদান করবেন। নির্ধারিত সময়ে চার্জ হস্তান্তর না হলে সাইফুল ইসলাম স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।