শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।

আগামী ১৬ জুলাই বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআনখানি এবং জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই-আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে। ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

‘ছাত্র-শিক্ষক সংহতি দিবস’ উপলক্ষে ৩ আগস্ট সকাল ১০টায় জুলাই ২০২৪ আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর এবং আবাসিক হলসমূহ লাল-সবুজ আলোকসজ্জায় সজ্জিত থাকবে।

৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ৫ আগস্ট সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে দেশপ্রেম, ঐতিহাসিক চেতনা এবং সহমর্মিতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ২ জুলাই আহতদের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

আপডেট সময় : ০৪:৪১:২৩ অপরাহ্ণ, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।

আগামী ১৬ জুলাই বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআনখানি এবং জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই-আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে। ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

‘ছাত্র-শিক্ষক সংহতি দিবস’ উপলক্ষে ৩ আগস্ট সকাল ১০টায় জুলাই ২০২৪ আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর এবং আবাসিক হলসমূহ লাল-সবুজ আলোকসজ্জায় সজ্জিত থাকবে।

৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ৫ আগস্ট সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে দেশপ্রেম, ঐতিহাসিক চেতনা এবং সহমর্মিতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ২ জুলাই আহতদের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।