খুলনার কয়রা উপজেলায় জুলাই শহিদ দিবস উপলক্ষে শহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। বুধবার (১৬ ই জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জুলাইয়ের আহত যোদ্ধা,শিক্ষার্থীবৃন্দ,কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম মাওলা বক্স, জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শুভ বিশ্বাস,সাংবাদিকবৃন্দ,প্রশাসনিক অন্যান্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উন্মুক্ত বক্তব্য আহবান করলে আলোচনা রাখেন জুলাইয়ের আহত যোদ্ধা আলতাফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার সদস্য সচিব মির্জা গালিব,গণঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী,ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিল্লাল হোসেন,কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মিজানুর রহমান,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শরিফুল আলম,মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম মাওলা বক্স,সাব-ইন্সপেক্টর তারেক মাহমুদ,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের আহত/শহীদ যোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে ক্ষতিপূরণ দাবি, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। তাছাড়া ফ্যাসিবাদের দোষর আওয়ামীলীগ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে বিশেষ করে জামায়াত-বিএনপিকে নিয়ে সোসাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।






















































