শিরোনাম :
Logo আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন, উত্তাপ ছড়ালো ফ্রান্সে Logo একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান: আসিফ মাহমুদ Logo মাটি মেশানো কয়লায় মেঘনার জালিয়াতি ধরতে তদন্ত কমিটি Logo বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে প্রত্যেক সদস্য প্রস্তুত রয়েছে: সেনাপ্রধান Logo স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন Logo মুন্সিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে স্কুল দপ্তরিকে  গণধোলাই  Logo ঈদ উপলক্ষে চাঁদপুরে কঠোর নিরাপত্তায় চাঁদপুর জেলা পুলিশ Logo মহান স্বাধীনতা দিবসে শিক্ষাথীদের ভাবনা ও প্রত্যাশা Logo চাপে ভারত, একের পর এক গোল মিস বাংলাদেশের

মেট্রোরেল নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগরে স্টেশন স্থাপনে জাবি শিবিরের স্মারকলিপি

মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করার দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন জাবি শাখা ছাত্রশিবির।

স্মারকলিপিতে জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সাভার অঞ্চলের মানুষের অবদান আত্মদানের কথা উল্লেখ পূর্বক জাবির শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা, কর্মচারী ও এ অঞ্চলের ঢাকা গামী মানুষের যাতায়াত সমস্যা সমাধানে নির্মাণাধীন মেট্রোরেল নবীনগর পর্যন্ত সম্প্রসারণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি স্টেশন স্থাপনের কথা বলা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাভারের ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছিল। আন্দোলনে যেমন জীবন দিয়েছে এ অঞ্চলের মানুষ তেমনি আহত হয়েছে জাবি শিক্ষার্থীরা।সাভার-ঢাকার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কম হলেও দীর্ঘ যানজট ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চাকরিসহ নানামুখী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এই অঞ্চলের মানুষ। জরুরি কাজে ঢাকা যেতে হলেও মাঝে মাঝে কয়েক ঘন্টা সময় চলে যায়। এতে শিক্ষাজীবন ও পরবর্তীতে কর্মজীবনে প্রভাব পড়ছে শিক্ষার্থীদের। এছাড়াও এ অঞ্চলের কয়েক হাজার কর্মজীবী মানুষের ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াতে সময় ও অর্থের ব্যপক অপচয় হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ (পাতাল ১৩.৫০ এবং উড়াল ৬.৫০ কিলোমিটার) মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে।

শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধান হতে পারে মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা। এতে অত্র অঞ্চলের কয়েক লক্ষ লোকের পাশাপাশি মেট্রো সুবিধা পাবে জাবির ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

সাভার পৌরসভা সহ এতে আশুলিয়া অঞ্চলের বহু মানুষ এ সুবিধার ফসল ঘরে তুলতে পারবে। এ রুটটি মিরপুর হয়ে ভাটারাগামী হলেও এমআরটি লাইন-৬ এর সাথে গাবতলী ইন্টারচেইঞ্জের জন্য নর্দান রুটের সুবিধাও পাবে যাত্রীরা। ২০২৮ সাল নাগাদ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ রুটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বিধায় যত দ্রুততম সময়ে সম্ভব এ কাজ শুরু করার দাবি রইলো। ইতোমেধ্য হেমায়েতপুর ডিপোর শতভাগ ভূমি অধিগ্রহণের পাশাপাশি ভূমি উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

তাই, অত্র অঞ্চলের জনগণ ও জাবি শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয় শাখা দ্রুততম সময়ের মধ্যে উক্ত দাবি বাস্তবায়নের বিশেষ অনুরোধ জানাচ্ছে।

এ বিষয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, সংগঠনের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, বর্তমানে মেট্রোরেলের সাউদার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত নির্ধারিত হলেও, এটি নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হলে বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি আশপাশের কয়েক লাখ মানুষ সরাসরি মেট্রোরেল সুবিধা পাবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার সঙ্গে সহজ ও দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে।

তিনি আরও বলেন, “২০২৮ সালের মধ্যে এমআরটি লাইন-৫-এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তাই নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টেশন স্থাপনের বিষয়টি এখনই বিবেচনায় নেওয়া প্রয়োজন।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই চাওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় মনে করেছেন এবং পরবর্তী মিটিংয়েই মেট্রোরেলের বর্ধিতকরণের ব্যাপারটি উত্থাপন করবেন বলে জানিয়েছেন মুহিব।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জাবি শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন, উত্তাপ ছড়ালো ফ্রান্সে

মেট্রোরেল নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগরে স্টেশন স্থাপনে জাবি শিবিরের স্মারকলিপি

আপডেট সময় : ০৩:৪৬:২৫ অপরাহ্ণ, সোমবার, ২৪ মার্চ ২০২৫

মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করার দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন জাবি শাখা ছাত্রশিবির।

স্মারকলিপিতে জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সাভার অঞ্চলের মানুষের অবদান আত্মদানের কথা উল্লেখ পূর্বক জাবির শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা, কর্মচারী ও এ অঞ্চলের ঢাকা গামী মানুষের যাতায়াত সমস্যা সমাধানে নির্মাণাধীন মেট্রোরেল নবীনগর পর্যন্ত সম্প্রসারণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি স্টেশন স্থাপনের কথা বলা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাভারের ছাত্র-জনতাকে সাথে নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছিল। আন্দোলনে যেমন জীবন দিয়েছে এ অঞ্চলের মানুষ তেমনি আহত হয়েছে জাবি শিক্ষার্থীরা।সাভার-ঢাকার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কম হলেও দীর্ঘ যানজট ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে চাকরিসহ নানামুখী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এই অঞ্চলের মানুষ। জরুরি কাজে ঢাকা যেতে হলেও মাঝে মাঝে কয়েক ঘন্টা সময় চলে যায়। এতে শিক্ষাজীবন ও পরবর্তীতে কর্মজীবনে প্রভাব পড়ছে শিক্ষার্থীদের। এছাড়াও এ অঞ্চলের কয়েক হাজার কর্মজীবী মানুষের ঢাকার বিভিন্ন স্থানে যাতায়াতে সময় ও অর্থের ব্যপক অপচয় হয়। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ (পাতাল ১৩.৫০ এবং উড়াল ৬.৫০ কিলোমিটার) মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে।

শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধান হতে পারে মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা। এতে অত্র অঞ্চলের কয়েক লক্ষ লোকের পাশাপাশি মেট্রো সুবিধা পাবে জাবির ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

সাভার পৌরসভা সহ এতে আশুলিয়া অঞ্চলের বহু মানুষ এ সুবিধার ফসল ঘরে তুলতে পারবে। এ রুটটি মিরপুর হয়ে ভাটারাগামী হলেও এমআরটি লাইন-৬ এর সাথে গাবতলী ইন্টারচেইঞ্জের জন্য নর্দান রুটের সুবিধাও পাবে যাত্রীরা। ২০২৮ সাল নাগাদ হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ রুটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে বিধায় যত দ্রুততম সময়ে সম্ভব এ কাজ শুরু করার দাবি রইলো। ইতোমেধ্য হেমায়েতপুর ডিপোর শতভাগ ভূমি অধিগ্রহণের পাশাপাশি ভূমি উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

তাই, অত্র অঞ্চলের জনগণ ও জাবি শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববদ্যিালয় শাখা দ্রুততম সময়ের মধ্যে উক্ত দাবি বাস্তবায়নের বিশেষ অনুরোধ জানাচ্ছে।

এ বিষয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, সংগঠনের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, বর্তমানে মেট্রোরেলের সাউদার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত নির্ধারিত হলেও, এটি নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হলে বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি আশপাশের কয়েক লাখ মানুষ সরাসরি মেট্রোরেল সুবিধা পাবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার সঙ্গে সহজ ও দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে।

তিনি আরও বলেন, “২০২৮ সালের মধ্যে এমআরটি লাইন-৫-এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তাই নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টেশন স্থাপনের বিষয়টি এখনই বিবেচনায় নেওয়া প্রয়োজন।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই চাওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় মনে করেছেন এবং পরবর্তী মিটিংয়েই মেট্রোরেলের বর্ধিতকরণের ব্যাপারটি উত্থাপন করবেন বলে জানিয়েছেন মুহিব।

স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন জাবি শাখা শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম।